পুমা’র ৩০০ কোটি রুপির অফার ফিরিয়ে দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা’র সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক শেষ হয়েছে ভিরাট কোহলির। পুমা আগ্রহী হলেও চুক্তি আর নবায়ন করতে চাননি কোহলি। আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘‌ওয়ান৮’‌— এর পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছেন ভিরাট। খবর, এনডিটিভি’র।

আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ভিরাটের সঙ্গে আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল ব্র্যান্ডটি, যার মূল্য ছিল ৩০০ কোটি ভারতীয় রুপি।

এর আগে, ২০১৭ সালে কোহলি যখন পুমার সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি টাকা। অর্থাৎ তিন গুণ টাকা বাড়ানোর কথা বললেও রাজি হননি তিনি।

জানা যায়, কোহলি এবার অ্যাজিলিটাসের সঙ্গে যুক্ত হতে চলেছেন। পুমা’র ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ সালে এই সংস্থা তৈরি করেন। ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এই সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে কোহলির ‘‌ওয়ান৮’‌ সংস্থাটি।

বর্তমানে আইপিএলের চলতি মৌসুমে ব্যস্ত রয়েছেন ভিরাট। ৫ ম্যাচে ৩ জয় পেয়ে পয়েন্টস টেবিলের চার নম্বরে রয়েছে তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *