‘গণহত্যাকারীদের বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত’

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৬ মার্চ) দুপুরে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে। অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কেউ কেউ। জামায়াত সঙ্গে থাকলে সঙ্গী, আর না থাকলে জঙ্গি বলে আখ্যা দেয়া হয়।

 

জামায়াতের সেক্রেটারি আরও বলেন, মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয়। এসবের মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে—এগুলো আওয়ামী চরিত্র। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *