সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার দোয়া ও ইফতার মাহফিল

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আশিকুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজুর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, প্যাসিফিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন রশীদ, সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক আবুল কাশেম রুমন, রোটারিয়ান গোলাম কিবরিয়া, সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি ও ডেল্টা হসপিটালের এর নির্বাহী পরিচালক ফখরুজ্জামান ওয়াসিম, জকিগঞ্জ হসপিটালের চেয়ারম্যান সুয়েব লস্কর, সংগঠনের জেলার সহ সভাপতি আব্দুস সামাদ, মুজিবুর রহমান মুজিব, ফটো সাংবাদিক মামুন আহমদ, হাসন রাজা লোক-সাহিত্য, সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চ্চুন্নু, নূপুর সঙ্গীতালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী তুহিন হোসেন, সংগঠক খছরুজ্জামান, দপ্তর সম্পাদক নাজির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, জাহাঙ্গীর হোসন, ইমাম উদ্দিন ইমাম, আবুল কালাম, রাশেদুজ্জামান রাসেল, কামাল আহমদ, শিহাব আহমদ, হেলেনা বেগম প্রমুখ।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা কমিটির প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে তারা বলেন, নির্ভুল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের সবসময় নিরপেক্ষ ও সতর্ক থাকতে হবে। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা যেন সত্য প্রকাশে দৃঢ় থাকেন এবং গুজব, অপপ্রচার ও হলুদ সাংবাদিকতা পরিহার করেন।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে, যা সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই সাংবাদিকদের উচিত তথ্য যাচাই-বাছাই করে সঠিক সংবাদ পরিবেশন করা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন। এছাড়াও ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সমাজকর্মী, ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *