চ্যাম্পিয়নস ট্রফি জয়, ৮১ কোটি টাকা বোনাস পাচ্ছে রোহিত-কোহলিরা

স্পোর্টস ডেস্ক:    চলতি মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই টুর্নামেন্ট জিতে কোহলি-রোহিতরা পুরস্কার হিসেবে যে প্রাইজমানি পেয়েছিল তা ছিল ২৭ কোটি টাকারও বেশি। এবার নিজ বোর্ড (বিসিসিআই) থেকেও সুখবর পেল ভারতীয় দল। চ্যাম্পিয়ন হবার সুবাদে বোর্ডের পক্ষ থেকে তারা আরও পাচ্ছে ৫৮ কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা ৮১ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে বিসিসিআই সভাপতি রজার বিনি এই বোনাসের খবর জানান। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও নির্বাচক প্যানেলও এই বোনাসের আওতায় থাকবেন।

বিসিসিআই সভাপতি বলেন, ব্যাক টু ব্যাক আইসিসি শিরোপা জয় বিশেষ অর্জন এবং বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেয়া হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে। আড়ালে থেকে সবাই যে কঠোর পরিশ্রম করে গেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছি আমরা। আমাদের দেশের শক্তিশালী ক্রিকেটীয় বাতাবরণই ফুটিয়ে তুলছে এসব সাফল্য।

উল্লেখ্য, আইসিসি থেকে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের জন্য ভারত পেয়েছিল ২২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে। তবে সেই টাকার চেয়ে বোনাসটা এলো আরও বড় অঙ্কের।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *