সিলেটের মানববন্ধন নারীর প্রতি সহিংসতা রুধে দৃষ্টিভঙ্গি পাল্টানোর পাশাপশি সবাইকে সচেতন হতে হবে

সারাদেশে নারী  ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ মার্চ) নগরীর কোর্টপয়েন্টে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা একটি মারাত্নক ব্যাধি। সম্প্রতি সারাদেশে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দিয়েছে। অবশ্যই চলমান নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বক্তারা নারীর প্রতি সহিংসতা রুধে দৃষ্টিভঙ্গি পাল্টানোর পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। পাশাপাশি নারী ও শিশুদের ওপর অপরাধগুলো দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএমবিএফ সিলেট বিভাগীয় সহ-সভাপতি এম আসাদুজ্জামান, সংগঠনের বিভাগীয় সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এম এ হান্নান, সহ-সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, হাজী মো. আনোয়ার হোসেন, আলহাজ্ব ডা. এম এ রকিব, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, মহিলা সম্পাাদিকা শিরিন আক্তার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওদুদ, সিলেট জেলার সহ-সভাপতি মধু মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জহির চৌধুরী, হেপী জান্নাত, শাহেদা বেগম, ফাতেমা আক্তার, নুরুল হাসান চৌধুরী, রাহী আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী পাবেল আহমদ ও আলাওর খান প্রমুখ।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *