দুর্নীতি নি:শেষ সম্ভব না হলেও পথকে কঠোর করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সরকার এবং সকল প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে। তবে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (১৯ মার্চ) বিকেলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, দুর্নীতিকে নি:শেষ করা সম্ভব না। তবে দুর্নীতির করার পথকে কঠোর করতে হবে। এসময় আমদানির চেয়ে রপ্তানির দিকে বেশি মনোযোগী হতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। তাই সকলকে ঐক্য বজায় রেখে চলার আহ্বান জানান উপদেষ্টা। ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *