পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক:  পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারীদের দেয়া ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

রোববার (১৮ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রতিপক্ষ বোলারদের তোপে একদমই সুবিধা করতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা।

নতুন শুরুর আশায় বড় পরিবর্তন নিয়ে মাঠে নামে পাকিস্তান। এই দলে রাখা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। তবে দলীয় ১১ রানেই চার টপ অর্ডারকে হারিয়ে ভেঙ্গে পড়ে তারা। দুই ওপেনার হারিস ও নেওয়াজ সাজঘরে ফেরেন শুন্য রানে। এরপর ৪৬ রানের জুটি গড়ে বিপদ কিছুটা সামাল দেন খুশদিল শাহ ও আগা সালমান।

তবে সালমানকে ফিরিয়ে পথের কাটা হয়ে দাড়ান সোধি। এরপর ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে খুশদিল শাহর ৩২ ও জাহানদাদ খানের ১৭ ছাড়া কেউই পৌঁছাতে পারেনি দুই অঙ্কের রানে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম ৯১ রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড গড়ে পাকিস্তান।

কিউইদের পক্ষে মাত্র ১৪ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন জ্যাকব ডাফি। এছাড়া ৮ রান দিয়ে ৩টি উইকেট পান কাইল জেমিসন।

জবাবে, ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা গড়ে কিউইরা। দুই ওপেনারের ব্যাট থেকে আসে ৫৩ রান। আবরার আহমেফের আগে সাজঘরে ফেরার আগে টিম সেইফার্টের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস।

আর কোনো উইকেট না হারিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফিন অ্যালেন ও টিম রবিনসন।

আগামী মঙ্গলবার ডুনেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *