অচিরেই ক্রীড়াঙ্গনে সিলেট অনেকদূর এগিয়ে যাবে: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে ব্যাপক সাড়া জাগানো আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনে বর্ণাঢ্য সমাপ্তি হয়েছে। ১৫ মার্চ (শনিবার) রাত ১১টায় নগরীর পূর্ব ঘাসিটুলাস্হ গেইম জোন ইনডোর মাঠে গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক লায়ন মোঃ আসাদুল হক আসাদের সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য আয়োজন দেখে আমি অভিভূত ও উচ্ছ্বসিত। কারণ, ফুটবল ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। তরুণ প্রজন্মের মধ্যে বন্ধুত্বের মেলবন্ধন সৃষ্টি হয় যা   সুস্থ বিনোদন উপহার দেয় এবং শারীরিক কাঠামো মজবুত করে। তাই, আমি সুস্থ  রাজনৈতিক ধারা সৃষ্টির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ভূমিকা রাখতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। তাই, যারাই ক্রীড়াক্ষেত্রে যেকোনো উদ্যোগ নিচ্ছে, তাদেরকে সাধুবাদ জানাই এবং এভাবেই আগামীতে সিলেট ক্রীড়াঙ্গনে আরো অনেকদূর এগিয়ে যাবে।
বিশিষ্ট সাংবাদিক ও আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের অন্যতম সমন্বয়কারী মোঃ ফয়ছল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গোল্ডেন বয় খ্যাত শাহজাদ হোসেন টিপু, ‘সিলেটের ফুটবল গ্রন্থের লেখক’ ক্রীড়া সাংবাদিক মান্না চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, লায়ন গৌতম লাল দত্ত,  বিএনপি নেতা হোসেইন আহমদ, সরকারী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ডাঃ মোঃ আরিফুল হক, উৎপল চৌধুরী, আবু সাইদ মোঃ তায়েফ, মারুফ আহমদ টিপু,  মোহামেডান স্পোর্টিং ক্লাবের দফতর সম্পাদক সুহেল আহমদ, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সামাজিক সংগঠক হাসান তালুকদার সুহেল, সজীব আহমদ, নিহার রঞ্জন সিং,  মান্না দে, রনি শাহ, মিজানুর রহমান রাসেল, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল,  আব্দুল হান্নান, আজহার অনিক, কামাল আহমদ, তানভীর আহমদ, দুলাল হোসেন, কাওসার আহমেদ সুমন প্রমুখ।
টানা দুই মাসব্যাপী আয়োজিত টুর্নামেন্টে ৬৪টি দল অংশগ্রহণ করে এবং গ্রান্ড ফাইনালে চ্যাম্পিয়ন দল হিসেবে এল. অ. জি ফাইটার্স ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল হিসেবে রানা একাদশ ২৫ হাজার টাকা পুরস্কার লাভ করে এবং তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে লিজেন্ডস অব ঘাসিটুলা ১৫ হাজার টাকা লাভ করে।

এছাড়াও, ৪র্থ ও ৫ম পুরস্কার প্রদানের পাশাপাশি ম্যান অব দি ম্যাচ, ম্যান অব দি টুর্নামেন্ট, বেস্ট গোল স্কোরার এবং বেস্ট গোল কিপার পুরস্কার প্রদান করা হয়। পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শক গ্যালারিতে ছিল ক্রীড়ামোদীদের উপচে পড়া ভীড় এবং তারকা খেলোয়াড়দের সমন্বয়ে খেলাগুলো ছিল দারুণ উপভোগ্য ও প্রতিযোগিতাপূর্ণ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *