মাগুরার সেই শিশুর মৃত্যুতে সুরমা বয়েজ ক্লাবের শোক

মাগুরার সেই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শিশুটির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।  আমরা আমাদের শিশুদের নিরাপত্তা দিতে পারছি না। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চেহারা পরিষ্কার করে দিয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, ধর্ষণকারীদের সঠিক বিচার না হওয়ায় তারা একের পর এক এ ধরনের অপকর্ম চালিয়ে যায়। এ ধরনের অপকর্মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে অন্যরা এ ধরনের অপকর্মে করতে ভয় পাবে। তাই তাদের কঠোর হস্তে দমনকরা এখন জরুরী। বিবৃতিতে নেতৃবৃন্দ শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শিশুটির মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু ধর্ষণ ও হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

 

শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সভাপতি দিলোয়ার হোসেন সজিব, সহ সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *