সিলেটের দক্ষিণ সুরমায় ভাইকে খুন- আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে

সিলেটের দক্ষিণ সুরমায় আলোচিত ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়- আপন ভাই কামাল আহম্মদ (২৫)  তার স্ত্রী নিনা বেগম (২০)। গ্রেফতার দুই’জনকে আদালতে তোলা হলে ঘাতক ভাই বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

গত রবিবার রাতে ঘটিকার ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাষ্টার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাদের আদালতে তোলা হয়।

জানা গেছে, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার রাজি বাড়ি ভরাউট এলাকায় ভিকটিম খসরু মিয়ার সাথে বাড়ির জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে তার মা ও ভাইদের সাথে মনমালিন্য চলছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি সকালে নাস্তা খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কামাল আহম্মদ ভিকটিমকে স্বজোরে ধাক্কা দিলে উঠানে থাকা কড়ই গাছের সাথে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরবর্তিতে তার আরেক ভাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ভর্তি করেন। গত ২৪ তারিখ ভোরে কর্তব্যরত চিকিৎসক খসরু মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ভিকটিমের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *