সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। খেলাধুলার মাধ্যমে নিজে সুপ্রতিষ্ঠিত হিসেবে গড়ে তুলা যায়।
তিনি বলেন, সুস্থ থাকার অন্যতম মাধ্যম খেলাধুলা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব। বিএনপির সরকারের আমলে শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সবচেয়ে বেশি নজর দিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমরা কাজ করেছিলাম। খেলাধুলার মান উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু কওে জিয়া পরিবারের প্রত্যেকেই অপরিসিম ভূমিকা রেখে গিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত বিএনপির ৩১ দফায় দেশের ক্রীড়াঙ্গন গুরুত প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সদরের সোনাতলা মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোনাতলা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে ৭ম মিনি নাইট ফুটসাল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতির শাহ জামাল নুরুল হুদার সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা সিরাজ মিয়া, মহানগর বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদীর সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি একেএম তারেক কালামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।