‘শেখ হাসিনার সময়ের মতো এখনও বিচারবহির্ভূত হত্যা হতে থাকলে জাতি হতাশ হবে’

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বিগত সরকার শেখ হাসিনার সময়ের মতো অন্তবর্তী সরকারের আমলেও বিচারবর্হিভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় ‘কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীকে হত্যা’র প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ধারণা করেন, তাহলে ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে বলেও।

ভারত শেখ হাসিনার পতন মানতে পারছে না জানিয়ে রিজভী বলেন, এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে একতাবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *