আওয়ামী লীগ এই জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে: মঈন খান

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  আওয়ামী লীগ এই জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে অংশ নেয়ার আগে প্রমাণ করতে হবে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা।

মঈন খান বলেন, আওয়ামী লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না। জান বাঁচানোর জন্য ‘৭১-এ সাত কোটি বাঙালিকে পাক হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে পালিয়েছিলেন তাদের নেতা। ‘২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। নিজেদের ফ্যাসিবাদী আচরণ প্রকাশের পর একাত্তরের মতো আবারও দেশ ছেড়ে পালিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন– তারা ১৫ বছর গুম-খুন করেছে, অত্যাচার করেছে, বিএনপির ৫০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের গুরুদায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেয়া। বিএনপি সরকারকে সহযোগিতা করবে। সংস্কার করে যতো দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *