“লগ্ন”

অশ্রুসজল চোখে, বিদায় লগনে

হতাশার কুঞ্জবন হতে,
চলবো মোরা মমালয়ে,
সুন্দর এই পৃথিবী ছেড়ে।

হারিয়ে যাব চিরতরে
কিছু কিছু স্মৃতি রেখে,
প্রজন্ম রেখে যুগে যুগে।

ভালো-মন্দ কর্মফলে
আসা যাওয়া বারে বারে,
ইহলোক পরলোকে।

ইহকালের খেলা শেষে
আমরা সবাই দাবা খেলার
রাজা, সৈনিক, হাতী, ঘোড়া
আর প্রজার মতো সবাই
একই সাথে, এক বাক্সে।

–গৌরীশ দাস–
(কাছাড়,আসাম – ভারত)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *