মালনীছড়া ক্রিকেট টুর্নামেন্ট শুধু একটি খেলার আসর নয়, এটি স্থানীয় যুবসমাজের উন্নয়ন: দানবীর ড. রাগীব আলী

রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, এ ধরণের টুর্নামেন্ট আয়োজন তরুণ সমাজকে মাদক ও অন্য অপসংস্কৃতি থেকে দূরে রেখে ক্রীড়া ও শারীরিক উন্নতিতে সহায়তা করে। মালনীছড়া ক্রিকেট টুর্নামেন্ট শুধু একটি খেলার আসর নয়; এটি স্থানীয় যুবসমাজের উন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি, এবং ক্রীড়াঙ্গনের বিকাশে এক ঐতিহাসিক পদক্ষেপ।
তিনি শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মালনীছড়া ক্রিকেট ক্লাব আয়োজিত মালনীছড়া ক্রিকেট টুর্নামেন্টের ২য় আসরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলোর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান সফিক, মালিনীছড়া চা বাগানের এজিএম মো. আজম আলী, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের দেওয়ান সাবিক আহমদ, মালিনীছড়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, লিপু তালুকদার, মো. মুর্শেদ, সুকুমার সরকার, মালনীছড়া চা বাগানের এইচ টি সি মো. সুজাউল করিম, এইচ টি সি বাদল চঞ্চ দেব, টুকের বাজার ইউপি ৭নং ওয়ার্ড সদস্য হৃদেশ মূদি, হিলুয়াছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রম গোয়ালা, মালনীছড়া চা বাগানের পঞ্চায়েতের সভাপতি জিতেন সবর, সম্ভাব্য ভ্যালি সভাপতি জয় কুর্মি প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *