অগ্রযাত্রায় চীনকে পাশে চায় ‘নতুন’ বাংলাদেশ-আশা প্রকাশ করেছেন ফারুকী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় চীনকে পাশে পাবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চীন দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পন্য সমূহের বিস্তারিত জানতে ক্লিক

সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলাদেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ সহযোগী চীন। নতুন বাংলাদেশেও তাদের পাশে চান উপদেষ্টা। তিনি যোগ করেন, নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, মাজার ভাঙ্গা বা এ জাতীয় সব ঘটনার বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

এসময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। অনুষ্ঠানে চীনের সংস্কৃতির নানা ধরনের প্রদর্শনী করা হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *