পাঠ্যবই থেকে আউট সাকিব ও সালাউদ্দিন-যুক্ত হলেন কারা?

স্পোর্টস ডেস্ক: দেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম নতুন পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যক্রমের কারিকুলামে সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইতে খেলাধুলা বিষয়ক একটি পরিচ্ছেদ ‘স্পোর্টস পার্সোনালিটিজ’ অংশে আনা হয়েছে এই পরিবর্তন।

একযুগ আগে, ২০১৩ সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে ‘গেইমস এন্ড স্পোর্টস’ অধ্যায়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বকে যুক্ত করা হয়। সেখানে এতদিন থাকা সাকিব, সালাউদ্দিনের সঙ্গে বাদ পরেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

পন্য সমূহের বিস্তারিত জানতে ক্লিক

বইয়ে সেই আট ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, আর্জেন্টিনার গ্রেট দিয়াগো ম্যারাদোনা, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা, ভারতের শচীন, যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাংলাদেশের পর্বতারোহী নিশাত মুজমদার, ক্রিকেটার সাকিব আল হাসান ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন।

এই আট জন থেকে সাকিব, সালাউদ্দিন ও শচীনকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবাড়ু রানী হামিদের নাম।

এমনকি সাকিব ও সালাউদ্দিনকে নিয়ে আলাদা একটা অধ্যায়ও ছিলো পাঠ্যবইতে, সেটাও বাদ দেয়া হয়েছে নতুন সংস্করণে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *