সিলেট মেট্রোপলিটন পুলিশ এর গণবিজ্ঞপ্তি

আগামী ১১/০১/২০২৫ খ্রিঃ সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কুরআন মাহফিল/২০২৫ উপলক্ষ্যে সকাল ০৮.০০ ঘটিকা হতে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত সিলেট মহানগরীর ১) শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট ২) টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার শেষ সীমা ৩) টিলাগড় পয়েন্ট থেকে বালুচর–মদনীবাগ–গোপালটিলা ৪) শাহী ঈদগাহ থেকে বালুচর–গোপালটিলা–টিলাগড় পয়েন্ট ৫) মেজরটিলা পূরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে।
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১ /জানুয়ারী ২০২৫ খ্রিঃ আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল/২০২৫, সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজ মাঠে অনুষ্টিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত থাকবেন। উক্ত তাফসিরুল কুরআন মাহফিল/২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত আমি মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ২৮(১) (২) ও ৩২ ধারায় অর্পিত ক্ষমতাবলে সিলেট মহানগরীর ১) শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট ২) টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকা শেষ সীমা ৩) টিলাগড় পয়েন্ট থেকে মদনীবাগ–বালুচর পয়েন্ট পর্যন্ত ৪) শাহী ঈদগাহ থেকে বালুচর–গোপালটিলা–টিলাগড় পয়েন্ট ৫) মেজরটিলা পূরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত সড়ক আগামী ১১/০১/২০২৫ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা হতে তাফসিরুল কুরআন মাহফিল শেষ না হওয়া পর্যন্ত বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 আদেশক্রমে
(মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা)
পুলিশ কমিশনার
সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *