বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ১ জানুয়ারী বুধবার ২০২৫ খ্রীষ্টাব্দকে স্বাগত জানিয়ে “ঘুষখোর ও দুর্নীতিবাজ, বাংলাদেশের জন্য অভিশাপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সরকারী অফিসের দালাল, দখলবাজ, সিন্ডিকেটবাজ, অনাকাঙ্খিতভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিকারী মুনাফাখোরদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবীতে বেলা ১১.০০ ঘটিকায় ধোপাদিঘীরপারস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ ও বেলা ১১.৩০ ঘটিকায় ওসমানী জাদুঘর প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ঘুষখোর ও দুনীর্তিবাজদের বয়কট করার আহবান
সমাবেশে বক্তারা বলেন, ঘুষ ও দুর্নীতি বর্তমানে আমাদের দেশে মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। ঘুষ ও দুর্নীতি, ক্যান্সার ও এইডস’র মতো হয়ে পড়েছে। ঘুষখোর ও দুর্নীতিবাজরা তাদের ব্যক্তিত্ব ও আত্মসম্মানকে বিষর্জন দিয়ে চলছে। এদের আচরণে মনে হয় ঘুষ ও দুর্নীতি একটি স্বাভাবিক ব্যাপার। এতো নিগৃহীত ও জঘন্য কাজকে অনেকেই সাধারণ ব্যাপার মনে করে। ঘুষখোর ও দুর্নীতিবাজদের কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। এদের জন্য দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত। বাংলাদেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে, ঘুষখোর ও দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করার আহবান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, ঘুষের জন্য সরকারী চাকুরী পাওয়া থেকে শুরু করে সবকাজেই ঘুষ ব্যবস্থা বেড়েই চলছে। দুর্নীতির কারণে বাজেটের সমপরিমাণ অর্থ হারিয়েছে বাংলাদেশ। সবকাজেই চাঁদাবাজদের দৌরাত্ম অপরিসীম। সরকারী অফিসে দালালদের আগ্রাসনে সাধারণ জনগণ জিম্মি। নদী-খাল-বিলসহ সর্বত্র দখলবাজাদের জয়জয়কার। দেশ ও যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংসকারী গুটিকয়েক অসাধু ব্যক্তিদের কারণে অগিগলিতে মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে। প্রায় সবকিছুই এখন অবৈধ সংগঠিত গোষ্ঠী বা সিন্ডিকেটবাজদের দখলে। সবধরণের নিত্যপণ্য কোনো নির্দিষ্ট সময় নেই বলাবাহুল্য মূল্য বৃদ্ধি অব্যাহত আছে অধিক মুনাফাখোরদের কারণে। ১৯৭১ ও ২০২৪,এদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। এই দুষ্কৃতিকারীরা ১৮ কোটি জনগণের শত্রু। বিশেষ করে ৬ কোটি যুব সমাজের প্রধান শত্রু। দেশ ও যুব সমাজকে বাঁচাতে উল্লেখিত চিহ্নিত অপরাধীদের রাষ্টদ্রোহী ঘোষণার দাবি জানানো হয়। তাই সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দালাল, দখলবাজ, মাদক ব্যবসায়ী, সিন্ডিকেটবাজ, অনাকাঙ্খিতভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিকারী মুনাফাখোরদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবি জানান বক্তারা।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান,সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ। সমাবেশে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুব সম্পাদক শাহরিয়া হাসান, বাংলাদেশ প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে যুবনেতা মোঃ শাহী ইসলাম মারুফ, মোঃ বজলুর রশীদ, মোঃ আব্দুল আলী, নীলমনি কান্ত চন্দ, মোঃ শাহনুর আলী, মোঃ সোহেল মিয়া, শেখ রবিউল আহমদ, মোঃ রাজন মিয়া, রাইমান আহমদ, আমিনুল ইসলাম, মোঃ রিপন মিয়া, শামীম আহমদ, রেজাউল করিম রানা, মোঃ নাজমুল আহমদ, কুরশেদ আহমদ, মোঃ সামি, মোঃ জিয়াউর ইসলাম রুহান, সত্যমনি সামা মনি, লাহিন আহমদ, দিজানুল হক, মোঃ মাহিন উদ্দিন, মোঃ কামাল আহমেদ, কয়েছ আহমদ, মুন্না আহমদ, ফরাইজুল ইসলাম, মিজানুর রহমান, জালাল উদ্দিন, বেলাল উদ্দিন, মোঃ সজিব, সাইদুল ইসলাম, আফজাল হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, সজিব আহমেদ, তায়েফ চৌধুরী, মোঃ ছাদেকুর রহমান, মোঃ মোছাদ্দেক উল হাসান, মোঃ লোকমান হোসেন, বদরুল আহমদ, মোঃ সুমন, মোঃ লিটন আহমদ, রায়হান আহমদ, কাউছার আহমদ, আব্দু সাদি, আসাদ আহমদ, তৌহিদ আহমদ সামি, রুমান আহমদ রুমান, ফয়জুল ইসলাম, বদরুজ্জামান মান্না, সৈয়দ আনোয়ার হোসেন, মোর্শেদ আহমদ, মোস্তাক আহমদ, শিপন মিয়া, তেজাব আলী, মোঃ শফিকুল, সাগর দে, সাব্বির আহমদ ও বাসির আহমদ।
কমেন্ট