তামিলনাড়ুতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ,নিহত- ৬

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ভারতের তামিলনাড়ুতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কিছু মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজ্যের বিরুধনগর জেলায় এই বিস্ফোরণ হয়। ঘটনার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনও হতাহতদের উদ্ধার কাজ চলছে।

এখন পর্যন্ত এই আগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, আতশবাজি তৈরির সময় বৈদ্যুতিক লিকেজের ফলে বিস্ফোরণ ঘটতে পারে। এরইমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টেলিন হতাহতদের জন্য সমবেদনা জানিয়েছেন। এছাড়া নিহত পরিবারের জন্য ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে গেল বছর সেপ্টেম্বর মাসে বিরুধনগর জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী স্টেলিন। সেসময় আতশবাজি কারখানার মালিকদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *