এমন শিক্ষা ব্যবস্থা হবে-তোমাদের কাগজের টু্করো নিয়ে দৌড়াতে হবে না: ডা.শফিকুর রহমান

সিলেট নিউজ টাইমস্  ডেস্ক :  ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ছাত্রসমাজের উদ্দেশে কর্মসংস্থান সৃষ্টির আশার বাণীও শোনান তিনি।

শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমাদের দল দখলবাজি-চাঁদাবাজি করে না।

বিগত সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংস করেছে বলেও অভিযোগ আনেন জামায়াত আমির। বলেন, তাদের (আ. লীগ নেতা) ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে না। তাই দেশের শিক্ষাখাতের উন্নয়নে তাদের দৃষ্টি ছিল না।

দেশের পরবর্তী প্রজন্ম ও ছাত্রসমাজের উদ্দেশে তিনি বলেন, আমরা ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা ব্যবস্থা হবে, তোমাদের কাগজের টু্করো নিয়ে দৌড়াতে হবে না। লেখাপড়া শেষ করেই নিশ্চিত কর্মে যোগদানের ব্যবস্থা করা হবে।

নারীদের অধিকার ও সম্মানে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে এদেশের মহিলারা বিপদে পড়বে; এটা মিথ্যা। কাউকে জোর করে বোরকা পরানো হবে না, যার যা ইচ্ছে তিনি তাই পরবেন। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদে থাকবেন বলেও জানান ডা. শফিকুর।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *