চালিবন্দর প্রিমিয়ার লীগ ক্রিকেট’ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

চালিবন্দর প্রিমিয়ার লীগ ক্রিকেট’ টুর্নামেন্ট ২০২৪’র ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।  শুক্রবার নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে চালিবন্দর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত খেলায় ক্লাবের সভাপতি এডভোকেট অরূপ শ্যাম বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমির পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও  প্যানেল মেয়র শাহানা বেগম শানু, ওয়ান ব্যাংক লালদীঘিরপাড় শাখার ব্যবস্থাপক মাসুম আলম খান রাজন, সাইনটেক্ ডিজিটাল  প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রেজু প্রিন্টার্স এর স্বত্তাধিকারী লায়ন রেজাউল হক রেজু, সিলেট জেলা বারের আইনজীবি সুহেল মিয়া, আজমল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাসুদ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সৈয়দ রেজাউর রহমান বাবলু, মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মো: আব্দুল আলীম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রদীপ বৈদ্য, লক্ষন ঘোষ, ডা: অসিত চন্দ্র দাস, চালিচন্দর যুব কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ সানু, বাপ্পী চন্দ প্রমুখ। ফাইনাল খেলায় চালিবন্দর কিংস’কে পরাজিত করে চালিবন্দর এভেঞ্জার চ্যাম্পিয়ন হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমরান আহমদ ও মামুন আহমদ। খেলার ধারাভাষ্যকারে ছিলেন কৃষ্ণ, স্কোরারের দায়িত্বে ছিলেন মঞ্জুর। -বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *