মিরপুরে বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ বিক্ষুব্ধদের

স্পোর্টস ডেস্ক: বিপিএলের উদ্বোধনী দিনেই মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের গেটে ভাঙচুর হয়েছিল। এবার আবারও এমন ঘটনা ঘটল। তবে এবার ঘটল অগ্নিসংযোগের ঘটনাও।
এক দিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার বিপিএল মাঠে ফিরছে। তবে আজ দিনের খেলা শুরুর আগেই মিরপুরে টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।
সকাল থেকে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে টিকিটের জন্য ভিড় জমান দর্শকরা। অনলাইনের পাশাপাশি এখানে বুথে টিকিটের ব্যবস্থা রেখেছিল বিসিবি।
সাড়ে ১১টার দিকে দর্শকরা বাঁশের বেড়া ধাক্কাতে শুরু করেন। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। বুথে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী জায়গাটি নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, প্রথমে সবাই লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় ছিলেন। পরে খবর ছড়ায় যে টিকিট সেখানে নেই। তখনই দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এবারের বিপিএলের টিকিট মূলত অনলাইনে বিক্রি হচ্ছে। মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখায়ও টিকিট পাওয়া যাচ্ছে।
তবে মাঠে টিকিটের বুথে টিকিট না থাকায় দর্শকদের ক্ষোভ তৈরি হয়। এর জেরেই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *