সিলেট আলিয়া মাঠে সমাবেশ করতে চায় আহলে হাদিস, যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা-আলেম-সমাজের

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ করতে চায় আহলে নামক বিতর্কিত সম্প্রদায়। তবে সেটি যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সিলেটের আলেম-সমাজ।
এ বিষয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন তারা।
জানা যায়, ৪ জানুয়ারি (শনিবার) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশে ইসলামের নামে বিতর্কিত কর্মকাণ্ড চালানো আহলে হাদিস নামধারী  সম্প্রদায় তাদের সম্মেলন করতে উদ্যোগ নিয়েছে। খবরটি জানার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিলেটের সর্বস্তরের আলেম-সমাজের মধ্যে। বিষয়টি নিয়ে বুধবার (১ জানুয়ারি) দুপুরে কাসিমুল উলুম দরগাহ মাদরাসার আলেম-সমাজের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ উলামা পরিষদ, সিলেট ইমাম সমিতি ও সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বর্ষিয়াণ আলেমরা উপস্থিত ছিলেন।
এ বৈঠক থেকে প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আলেমরা। তারা বলেন- বিতর্কিত সম্প্রদায় কথিত আহলে হাদিসের ৪ জানুয়ারির আলিয়া মাঠের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করতে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে প্রশাসন এ বিষয়ে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বৃহস্পবার (২ জানুয়ারি) বেলা ১১টায় কাসিমুল উলুম দরগাহ মাদরাসায় পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান নেতৃবৃন্দ।
বুধবারের বৈঠকে আলেমরা বলেন- ফ্যাসিবাদের দোসর আহলে হাদিস নামধারীরা স্বৈরাচার পতন আন্দোলনে অংশ নেওয়া হারাম ফতোয়া দিয়েছিলো ৫ আগস্টের আগে। তারা স্পষ্টত: ফ্যাসিস্টদের দোসর। ভ্রান্ত আহলে হাদিস সম্প্রদায়ের আগামী ৪ জানুয়ারির আলিয়া মাঠের সম্মেলন প্রশাসনকে বন্ধ করতেই হবে। তা না হলে সিলেটের আলেম-সমাজ যে কোনো মূল্যে তা প্রতিহত করবে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান।
ঘোষণাপত্র পাঠ করেন- কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন।
বৈঠকে বক্তব্য রাখেন- মাওলানা মস্তাক আহমদ খান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুফতি আবুল খায়ের, মাওলানা সৈয়দ শামিম   আহমদ, মাওলানা কারি মুজামিম হোসাইন চৌধুরী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা মুফতি রশিদ আহমদ মকবুল, মাওলানা গাজি রহমত উল্লাহ, মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আশরাফ আলী, নুমানী চৌধুরী  মিয়াজানি, মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী, মাওলানা এমরান আলম, মাওলানা আহমদ ছগির, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা মনজুর আহমদ, মাওলানা রেজাউল হক, মাওলানা জালাল উদ্দিন ভুঁইয়া, মাওলানা রশিদ আহমদ, মাওলানা মসতুফা কামাল, মাওলানা সানা উল্লাহ, মাওলানা নিয়ামত উল্লাহ খাছদবীরী, মুফতি রশিদ আহমদ ও মুফতি কয়েছ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *