দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের স্থান সবার উপরে। শিক্ষকদের জন্যই আমরা এই স্থানে আসতে পেরেছি। এজন্য অভিভাবকসহ সবাইকে শিক্ষকদের মুল্যায়ন করতে হবে। তিনি বলেন, একজন শিক্ষার্থী শুধু লেখাপড়া নয়, নৈতিকতাও অর্জন করেন শিক্ষকদের মাধ্যমে। মোঃ সহিদ উল্লাহ শিক্ষকতার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও কাজ করেছে।
৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদ উল্লাহ’র অবসরজনিত বিদায় উপলক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসী আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহিয়া খালিক নিলিমা’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ছালাম, ইউপি সদস্য মোঃ জুয়েল মিয়া। বক্তব্য রাখেন বিদ্যালয় শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মোঃ সইফুল করিম বেগ, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, হাজী ইর্শাদ আলী, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মতিন, এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য ছালিক মিয়া, ব্যবসায়ী জিলানী আহমদ, সহকারি শিক্ষক সুকান্ত কুমার চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ আলী পংকি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষাথী আরিফুল হক, মানপত্র পাঠ করেন আমেনা জান্নাত মাহিদা।
উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সিরাজ মিয়া, লিলু মিয়া, হারুন মিয়া, জয়নাল মিয়া, ব্যবসায়ী ছালেহ আহমদ, জেনিফা বেগম, মোছাঃ হেনা বেগম, শিল্পি দাস, ঐঞ্জনা চক্রবর্তী, শিউলী দাশ, হাজী গাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেনা বেগম, সহকারি শিক্ষক মাসুদা বেগম, রুমি ভৌমিক, সামছুন্নাহার, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বীর আহমদ, সহকারি করিমুন নেছা, মরিয়ম সুলতানা, নাজমুন নাহার, রত্না বেগম, জলি বেগম, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী রানা, সহকারি শিক্ষক সুমনা বেগম, মিলন রানী, নিলুফা আক্তার, ওয়াহিদুর রহমান, পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলিজা বেগম, সহকারি শিক্ষক জুসনা বেগম প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকরা বিদায়ী শিক্ষককে ক্রেষ্ট ও ফুলের তোড়া প্রদান করেন এবং অথিতিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।