ফাইনালের রেসে থাকতে সিডনিতে ভারতকে জিততেই হবে, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার সমীকরণ কী?

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে স্নায়ুচাপ সামলে দুই উইকেটে জিতে আইসিসি টেস্টর চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে মেলবোর্নে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান পোক্ত করেছে অস্ট্রেলিয়া। তবে এখনও নিশ্চিত নয় আগামী জুনে প্রোটিয়াদের প্রতিপক্ষ হবে কারা।

অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যেকোন এক দল যাবে ফাইনালে। তবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে অজিরা। তাদের সামনে রয়েছে তিন ম্যাচ। ভারতের সামনে একটি ম্যাচ থাকায় সেটি জিততেই হবে। আবার জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার হার কামনা করতে হবে। আর শ্রীলঙ্কাকে ফাইনালে যেতে হলে ভারত-অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট ড্র হতে হবে। আর অস্ট্রেলিয়াকে হারাতে হবে ২-০ ব্যবধানে। যা লঙ্কানদের জন্য বেশ কঠিনই।

এক নজরে দেখে নেয়া যাক, ফাইনালে খেলার জন্য কোন দলের সামনে কী সমীকরণ রয়েছে:

অস্ট্রেলিয়া:
অজিদের পার্সেন্টেজ রয়েছে ৬১.৪৬। সামনে রয়েছে তিন ম্যাচ। একটি ঘরের মাঠে ভারতের বিপক্ষে। বাকি দুটি শ্রীলঙ্কার মাঠে। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে সিডনি টেস্ট জয় পায় তাহলে সরাসরি চলে যাবে ফাইনালে। এতে শ্রীলঙ্কা সিরিজের কোনো প্রভাব পড়বে না। এমনকি ২-০ ব্যবধানে হারলেও অজিদের পার্সেন্ট হবে ৫৭.০২। যা ভারতের ৫০-এর চেয়ে বেশি। আর শ্রীলঙ্কার পার্সেন্ট হবে ৫৩.৮৫। ফলে বাদ যাবে ভারত-শ্রীলঙ্কা।

আবার সিডনি টেস্ট ড্র হলেও ভারতের ওপরেই থাকবে অজিরা। যদি ভারতের বিপক্ষে ড্র করে শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে হারে তাহলে ফাইনালে চলে যাবে লঙ্কানরা। সেক্ষেত্রে অজিদের পার্সেন্ট হবে ৫৩.৫১ আর লঙ্কানদের হবে ৫৩.৮৫।

অন্যদিকে, ভারত যদি পরের টেস্টে অস্ট্রেলিয়াকে হারায় আর শ্রীলঙ্কা ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে তাহলেও ফাইনালের টিকিট কাটবে প্যাট কামিন্সের দল। অস্ট্রেলিয়ার ৫৭.০২-এর পেছনে ৫৫.২৬-এ চ্যাম্পিয়নশিপের সার্কেল শেষ করবে ভারত।

ভারত:
ভারতের বর্তমান পার্সেন্ট ৫২ দশমিক ৭৮। ম্যাচ হাতে আছে মাত্র একটি। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে লঙ্কান সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মার দলকে। ওই ম্যাচে জয় পেলে ভারতের হবে ৫৫.২৬। পরের শ্রীলঙ্কা সিরিজে যদি ১-০ ব্যবধানে অস্ট্রেলিয়া হারে তবেই ফাইনালে যাওয়া হবে ভারতের। এমনটি হলে অজিরা ৫৩.৫১ পার্সেন্টে থেকে চ্যাম্পিয়নশিপের চলতি সার্কেল শেষ করবে। শ্রীলঙ্কার হবে ৪৮.৭৫।

আর ভারত যদি সিডনি টেস্ট ড্র করে বা হারে তাহলে ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যাবে। অস্ট্রেলিয়া যদি সিডনি টেস্টের পর লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টই ড্র করে তাহলে ফাইনালে যাবে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৫৩.৮৫-এর পেছনে থাকবে অজিদের ৫৩.৫১।

শ্রীলঙ্কা:
লঙ্কানদের পার্সেন্ট ৪৫.৪৫। ঘরের মাঠে দুইটি টেস্ট আছে অজিদের বিপক্ষে। শ্রীলঙ্কার জন্য ফাইনাল খেলা তুলনামূলক বেশি কঠিনই। কেননা, ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে হবে, তার আগে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচটি ড্র হতে হবে। এমনটি হলে লঙ্কানদের পার্সেন্ট হবে ৫৩.৮৫, অস্ট্রেলিয়ার ৫৩.৫১ ও ভারতের ৫১.৭৫। আর ভারত যদি সিডনি টেস্টে জয় পায় তাহলে ফাইনালের রেস থেকে হারিয়ে যাবে শ্রীলঙ্কা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *