সিলেটে র‌্যাব-৯ অভিযানে হত্যা মামলার আসামি  স্বামী-স্ত্রী’কে গ্রেফতার করেছেন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : সিলেটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার দ্বারীখেল গ্রামের সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও কালা মিয়ার স্ত্রী সলিমা বেগম (২৮)।  শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর রাত ৩টা ২০ মিনিটির সময় গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। পরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *