মেধা-মনন বিকাশে প্রতিযোগিতার বিকল্প নেই: কয়েস লোদী

সিলেট নগরীর চৌকিদেখী সৈয়দ নাসির উদ্দিন (র.) স্কুল এন্ড কলেজের সোনালী প্রজন্ম মেধাবৃত্তি, বার্ষিকী ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী কলেজ প্রাঙ্গনে শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিশুর মেধা-মননের সুষম বিকাশে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। শিশুদের জীবনে মা-বাবার পর সুশিক্ষকের প্রভাব থাকে সবচেয়ে বেশি। শিশুদের অভিভাবকদের এ বিষয়ে সজাগ-উদ্যোগ থাকতে হবে। শিশুর মেধা-মননের পরিপূর্ণ বিকাশে শিক্ষক-অভিভাবকের একাত্মতাও খুবই জরুরি। পরিবার ও স্কুল থেকে দেশপ্রেম এবং সুশিক্ষার গ্রহণ করে আমাদের সন্তানরা। আজকের শিশুর দ্বারাই ভবিষ্যতে দেশের সমৃদ্ধি ও অগ্রগতি সাধন সম্ভব। শিক্ষার অগ্রগতি জন্য প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। তথ্য প্রযুক্তি ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার আলোকে আমাদের সন্তানদের আলোকিত সু-শিক্ষিত, সু-শৃঙ্খল, কর্মঠ ও আদর্শবাদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সৈয়দ নাসির উদ্দিন (র.) স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন আহমদ মাসুকের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক শওকত আলী, কলেজের পরিচালক সাইফুল ইসলাম, ফয়েজ উদ্দিন, মুফতি নোমান বিন আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক জাকিয়া আক্তার, আমিনা আক্তার তিন্নি, ফাতেমা জান্নাত মনি, পিংকী দেব আঁখি, নাছিমা আক্তার, আরিফা আক্তার আশা, মুন্নি আক্তার, আফিয়া আক্তার আখি, তামান্না আক্তার, সাদিকুর রহমান, সাবেরা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *