খুলিয়াপাড়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরের আখালিয়া খুলিয়াপাড়া জামে মসজিদের উদ্দ্যেগে বাৎসরিক ওয়াজ ও দু’আ মাহফিল উৎসব মুখর ভাবে অনুষ্ঠিত হয়েছে ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার বা’দ জুম’আ থেকে মধ্য রাত পর্যন্ত খুলিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমান হাফিজ মাওলানা শায়েখ নাজমুদ্দিন কাসেমী সাহেব, ইমাম ও খতিব নাইওরপুল জামে মসজিদ। প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন মাওলানা মোস্তাক আহমদ খান সাহেব, ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দর বাজার, সিলেট। আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে ছিলেন, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, মুহাদ্দিস, দারুলহুদা মাদ্রাসা, সিলেট। হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী সাহেব, আরবী প্রভাষক, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসা, গোলাপগঞ্জ, সিলেট। মাওলানা আব্দুস শহিদ সাহেব, ইমাম ও খতিব সুরমা আবাসিক জামে মসজিদ, হাফিজ মাওলানা নোমান আহমদ সাহেব, ইমাম ও খতিব তপোবন জামে মসজিদ। খুলিয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ফাহিম আহমদ।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন খুলিয়াপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব মোঃ মনু মিয়া সাহেব। আরো উপস্থিত ছিলেন খুলিয়াপাড়া জামে মসজিদের সেক্রেটারী জনাব মোঃ সিদ্দিকুর রহমান সাহেব। উপস্থিত ছিলেন খুলিয়াপাড়া জামে মসজিদের সহকারী মোতাওয়াল্লী জনাব হরমুজ আলী সাহেব। উপস্থিত ছিলেন খুলিয়াপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ জনাব মোবাশির সাহেব ও খুলিয়াপাড়া জামে মসজিদের সদস্য বৃন্দ জনাব আকবর হোসেন সাহেব, জনাব সৈয়দ হোসেন সাহেব, জনাব মন্তাজ উদ্দিন সাহেব, জনাব শামীম আহমদ সাহেব, জনাব মছউদ উদ্দিন সাহেব, জনাব আব্দুল মুছব্বির সাহেব, জনাব আব্দুর রফিক সাহেব, জনাব শাহরাজ মিয়া সাহেব, জনাব দেওয়ান আবুল মহসিন চৌধুরী সাহেব, জনাব ফারুক আহমদ সাহেব, জনাব রুহুল আমিন সাহেব। খুলিয়াপাড়া এলাকার মুরব্বি আব্দুর রশিদ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন আনিসুর রহমান জনি, রাজন আহমদ, জীলানি, রব্বানী ও মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যগণ। মাহফিলে প্রধান বক্তারা ইসলামের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন ও নসিহত প্রদান করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *