খোলস পরিবর্তন করছে ওরা—
ব্যক্তিগত না সমষ্টিগত স্বার্থে?
নাকি, পূর্বজন্মের কৃতকর্মের ভয়ে।
প্রতিহিংসাজনিত রাজনীতির ছোয়া
আজ সর্বত্র।
আকাঙ্ক্ষিত সিংহাসন লাভে
শ্যাম-দাম, দণ্ড-ভেদ ,
সবই যেনো ওরা শিখে গেছে।
জাত পাতের দোহাই দিয়ে
অর্থের বড়াই করে,
অন্যায়ের ঘাড়ে চড়ে,
বাস করছে অন্ধকারে,
সবাই কেনো যেনো বন্দীদশায়
অন্যায়রূপ চৌহদ্দিরেখাতে।
তবুও আমরা অপেক্ষমাণ হয়ে
গণচেতনায় উদ্বুদ্ধ হয়ে,
নতুন সূর্য উদিবারে প্রাণ সপিব
এই ভারতমাতার তরে।
গৌরীশ দাস
কাছাড়,আসাম (ভারত)
কমেন্ট