হামাসের সাবেক প্রধান হানিয়াকে হত্যার কথা স্বীকার করলো ইসরায়েল

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রথমবারের মতো হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েল। সোমবার (২৪ ডিসেম্বর) এক ভাষণে হুতি বিদ্রোহীদের ধ্বংসের হুঁশিয়ারিও দেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর এএফপি।

তিনি দাবি করেন, হামাস ও হিজবুল্লাহকে পরাজিত করেছে তেলআবিব। ইরানের অস্ত্র উৎপাদন কারখানায় আঘাত ও সিরিয়ায় আসাদ সাম্রাজ্যকে উৎখাত করেছে। কাৎজের হুমকি, এবার ইয়েমেনে হুতিদের আস্তানা ধ্বংস এবং নেতাদের নির্মূল করা হবে।

ইসরায়েল কাৎজ বলেন, হুতি সন্ত্রাসীদেরও জবাব দেয়া হবে। তাদের অবকাঠামো ধ্বংস করা হবে। নেতাদের শিরশ্ছেদ করা হবে। তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, সিনওয়ার আর নাসরাল্লাহর সাথে যা হয়েছে হোদেইদা ও সানাতেও তাই হবে। ইসরায়েলের দিকে যারাই হাত ওঠাবে, সে হাত কেটে ফেলা হবে।

প্রসঙ্গত, গত জুলাইয়ে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। সেসময় হামাস ও তেহরান তেলআবিবের দিকে অভিযোগের তীর ছুঁড়লেও সরাসরি স্বীকার করেনি তেলআবিব।

এরপর সেপ্টেম্বরে বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং অক্টোবরে গাজায় হানিয়ার উত্তরসূরী ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে ইসরায়েল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *