নবীগঞ্জ কুর্শিতে ১২’শ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ১২’শ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের ফাহিম চৌধুরীর মালিকানাধীন ফিসারী পুকুর পাড়ে।
এ ঘটনায় ব্যবসায়ী ফাহিম চৌধুরীর প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে কুর্শি গ্রামের ফিসারী পুকুরের পাড়ে ক্লিপটার জাতীয় গাছের ১২০০ চারা রোপন করেন ফাহিম চৌধুরী। এই চারাগাছ পরিচর্যা করতেন গ্রামের ছাতির উল্লা, আব্দুল আহাদ ও সুলেমান মিয়া মগল। তারা গত সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে চারার পরিচর্যা শেষে বাড়ী ফিরে যান। পরদিন মঙ্গলবার সকাল ৭টা দিকে ফিসারীর পুকুর পাড়ে রোপনকৃত চারার গোড়ায় পানি দেওয়ার জন্য গিয়ে দেখতে পান সবগুলো গাছের চারা কে বা কারা  কেটে ফেলেছে। ঘটনার বিষয়টি তারা এলাকাবাসী ও গাছের মালিক ফাহিম চৌধুরীকে জানান।
এ ব্যাপারে ব্যবসায়ী ফাহিম চৌধুরী বলেন, মানুষে-মানুষে শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছপালার সাথে এমন শত্রুতা জঘন্যতম কাজ। অমানুুষিক ও অমানবিক মন-মানসিকতার মানুষই কেবল এ ধরনের কাজ করতে পারে। তিনি গাছের চারা কাটার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসন কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে যানা গেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *