সিলেটে ইউএসওস এর ভলেন্টিয়ার সামিট অনুষ্টিত

স্বেচ্ছাসেবী সংঘটন ইউএসওস এর আয়োজনে ভলেন্টিয়ার সামিট-২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২  ঘটিকার সময় অনুষ্টিত এ ভলেন্টিয়ার সামিটে সিলেটের ৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫ টি সামাজিক সংঘটন থেকে প্রায় ১৭২ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ শাহাদাত হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইউপিজি লিডার হাবিবুর রহমান মাসরুর, ডা. খলিলুর রহমান, বাংলাদেশ স্কাউট সিলেট রেলওয়ে জেলার প্রতিষ্ঠাতা সম্পাদক আনিসুর রহমান এহিয়া, সিলেট জেলা মুক্ত রোভারের সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, আরাতিফের কো-অর্ডিনেটর সাজিদুর রহমান প্রমূখ। এছাড়াও ইচ্ছাপূরণ, স্কাউট, রেড ক্রিসেন্ট, ক্লিন সিটি, জননী ফাউন্ডেশন, তালুকদার পাড়া যুব কল্যাণ সংস্থা, ক্যারিয়ার ক্লাব, ইয়ুথনেট গ্লোবাল, চেইঞ্জ বাংলাদেশ ও জাস্ট হেল্প ফাউন্ডেশন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএসওস এর সভাপতি তাজুল ইসলাম এর সভাপিত্বে, সাধারণ সম্পাদক ইমরান হুসেন ও সাংঘঠনিক সম্পাদক নাহিদ আল মামুনের যৌথ সঞ্চালনায় ভলেন্টিয়ার সামিট অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য সামাজিক সংঘটন ইউএসওস ২০২০ সালের ১২ ই জানুয়ারী থেকে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী কাজ পরিচালনা করে যাচ্ছে। ভলেন্টিয়ার সামিট’টি ভলেন্টিয়ারিজমকে জনপ্রিয়করণ এবং স্বেচ্ছাসেবী সংঘঠনদের সাথে পারস্পরিক নেটওয়ার্ক গঠনের উদ্দেশ্যে আয়োজিত হয়।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *