মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা বাজার থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনারে ফুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, নুরুজ্জামান জামান, সাঈদ আহমদ, আব্দুল মুমিন, সদস্য সুহেল আহমদ, নজরুল ইসলাম, গোলাম আকবর, শামুল আলী, দিলোয়ার হোসেন, মিলাদ আহমদ, শামীম আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তছলিম উদ্দিন, এম আর গনি, রুমেল আহমদ প্রমুখ।
কমেন্ট