মহান বিজয় দিবসে শহীদদের জন্য দোয়া ও নিরপেক্ষ নির্বাচনের দাবি ইসলামী ঐক্যজোটের

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এক বিবৃতিতে দেশের সম্মানিত সকল মসজিদের ইমামদের এবং দেশবাসীর প্রতি আগামী সোমবার (১৬ ডিসেম্বর) সকল মসজিদে স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীসহ যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। বিবৃতিতে নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করতে হবে। সেইসঙ্গে, জুলাই-আগস্টের ছাত্র-জনতা আন্দোলনের বিজয়ের মাহেন্দ্রক্ষণে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান অর্ন্তবতীকালীন সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *