সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কুরআন পরিষদের ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মহা সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি মুনাজিরে যমান আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী তাফসির পেশ কালে বলেন, আল্লাহ তায়ালা দ্বীনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজ সমাজ রাষ্ট্র তথা পৃথিবীর কোথাও শান্তি নেই। তার প্রধান কারণ হচ্ছে মানুষ ইসলাম শান্তির ধর্ম থেকে দূরে সরে রয়েছে। তিনি বলেন, ইসলাম এবং ঈমান যত মজবুত হবে ততই সুখ শান্তি ও সার্বিক কল্যাণ প্রতিষ্টা হবে। তিনি দেশ জাতি তথা মুসলিম উম্মাহর স্বার্থে বিচ্ছিন্ন না হয়ে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগামী দিনে ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হক্কানী উলামা মাশায়েখদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য গুরুত্বারোপ করেন। তাফসির সম্মেলনে সভাপতিত্ব করেন যথাক্রমে পরিষদের সভাপতি ও দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান ও মাওলানা রেজাউল করিম জালালী। সম্মেলন যৌথভাবে পরিচালনা করেন মাওলানা মুফতি রশিদ আহমদ, মাওলানা নিয়ামত উল্যাহ খাসদবিরী, মাওলানা নূরুল আল জাবের। অন্যান্যদের মধ্যে তাফসির পেশ করেন শায়খূল হাদীস মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা মুশতাক আহমেদ খান, মাওলানা লোকমান সাদী, মাওলানা আশরাফ আলী হরষপুরী। উপস্থিত ছিলেন পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল মতিন শায়খে নবীগঞ্জী, পরিষদের জয়েন্ট মাওলানা মুফতি আবুল খয়ের বিতঙ্গলী, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা খলিলুর রহমান, হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ, মাওলানা আহমেদ কবির , মাওলানা ইয়াহইয়া খান, মাওলানা আব্দুল্যাহ আল হোসাইন, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম, মাওলানা জাহেদ আহমদ, মাওলানা মুশতাক আহমেদ চৌধুরী, মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরী, মাওলানা আহমদ কবির প্রমুখ জনাব নোমানী চৌধুরী, আবুল খয়র চৌধুরী, শাহ আলম।
সম্মেলনে ৭ দফা সম্বলিত প্রস্তাবনা পেশ করা হয়। তন্মধ্যে রয়েছে বাংলাদেশের সংবিধানে কোনভাবেই কুরআন সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোন ধারা রাখা যাবে না, আল্লাহ, কুরআন, এবং মহানবী এবং ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের ন্যায় কাদিয়ানী সম্প্রদায় কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, ইস্কন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, বাউল গান ও মারিফতির নামে আল্লাহ রাসূল ও কুরআন নিয়ে ভন্ডামি বন্ধ করতে হবে, হিজবুত তাওহীদ লা মাযহাবী,আহলে কুরআন ও সাদপন্থীসহ সকল বাতিল পন্হিদের অপতৎপরতা বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফিলিস্তিন কাশ্মীর চিন মায়ানমার সহ সকল মুসলমানদের উপর নির্যাতন বন্ধে কার্যকর কুটনৈতিক তৎপরতা বৃদ্ধির জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সম্মেলনে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আকড়ে ধরা ব্যতিত সমাজ ও রাষ্ট্রে শান্তি আসতে পারে না: আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী
কমেন্ট