ভারতের বিরুদ্ধে বিজয় আনন্দময়: আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে বাংলাদেশ। এমন বিজয়ের পর বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে এই উপদেষ্টা লিখেছেন, ‘ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী হয়েছে বাংলাদেশ। অভিনন্দন আর ভালোবাসা বাংলাদেশের তরুণদের। আগেও বলেছিলাম, এই বাংলাদেশ নির্ভীক এক তরুণ সম্প্রদায়ের!’

পন্য সমূহের বিস্তারিত জানতে ক্লিক

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ে। সংখ্যালঘু ইস্যুতে ভারতের অনধিকার চর্চা আর ভারতীয় মিডিয়ার অপপ্রচারে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে।

এর মধ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদীদের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমন সময়ে ভারতের বিপক্ষে জয় একটু বেশিই মধুর। আসিফ নজরুলের পোস্টেও সে কথাই উঠে এল, ‘ভারতের বিরুদ্ধে বিজয় আনন্দময়। এই সময়ে তা আরো অনেক বেশি আনন্দময়।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *