সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তার ও বিচার, সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, উসকানি দাতাদের চিহ্নিত করে বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহীতোষ দেব মলয়,বাসদ(মার্কসবাদী) সংগঠক সঞ্জয় কান্ত দাশ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পিনাক রঞ্জন, বিপ্লবী ছাত্র ইউনিয়নের সরফরাজ সানোয়ার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আয়েশা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন,চা শ্রমিক ফেডারেশনের হৃদেশ মোদি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মর মনজুর আহমদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান চেতনা ছিল বৈষম্যবিরোধী। ধর্মীয় বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, নারী-পুরুষের বৈষম্যসহ সমাজে বিরাজমান সকল বৈষম্যের অবসান। কিন্তু সে চেতনা এবং অর্জনকে ধ্বংস করার জন্য দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। দেশবাসী শহিদের রক্ত ব্যর্থ হতে দিবে না। ৫ অগস্টের পর থেকে নানা গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘরে হামলা করছে, মাজার-আখড়া ভাঙচুর করেছে। বাম গণতান্ত্রিক জোট, বাসদ-সিপিবির সমাবেশে হামলা করে ভাঙচুর করছে। সংবাদপত্রের অফিসে ভাঙচুর করেছে। নির্মমভাবে মানুষকে খুন করছে। এর মধ্যদিয়ে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি ও মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। ফলে এই গণ-শত্রুদের চিহ্নিত করে বিচার করতে হবে। অভ্যুত্থানের বিজয়কে অক্ষুন্ন রাখতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, চট্টগ্রামে প্রকাশ্যে একজন আইনজীবীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা জঘন্য অপরাধ। এর সাথে যুক্তদের গ্রেপ্তার  করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এবং সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *