ব্র্যাক এনডিডি সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে নগরীর ঘাসিটুলাস্থ নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি সেন্টার (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অয়োজিত এ প্রতিযোগিতায় আনন্দের সাথে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করেছে। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাফর।
ব্র্যাক জেলা প্রতিনিধি অনিক আহমদ অপুর সভাপতিত্বে ও এনডিডি সেন্টারের শিক্ষক ইসরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক জহিরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এনডিডি সেন্টারের প্রধান শিক্ষক কলি দাস। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক এর অন্যান্য কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৫ সাল থেকে ব্র্যাক শিক্ষা কর্মসূচি  সিলেট এনডিডি সেন্টারের মাধ্যমে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, সেরিব্রাল পলসি, বুদ্ধিপ্রতিবন্ধী এবং ডাউন সিনড্রোম শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ  করে আসছে। এই সেন্টারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থার উন্নয়ন, যোগাযোগ দক্ষতার বৃদ্ধি এবং আচরণের ইতিবাচক পরিবর্তন আনা। বিশেষ শিক্ষার পাশাপাশি প্রি-একাডেমিক শিক্ষা প্রদান, মূলধারার স্কুলে ভর্তির সুযোগ তৈরি, অভিভাবক ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের মানোন্নয়ন নিশ্চিত করা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *