বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামীকাল ২৪নভেম্বর রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও জনসভা পরবর্তীতে গণমিছিল অনুষ্ঠিত হবে। জনসভায় বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।
অদ্য ২৩ নভেম্বর গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন সমাজ তথা সমাজতান্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করা, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নিত্যপণ্যের দাম কমানো, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, সিলেটে জলাবদ্ধতার সমাধানসহ অন্যান্য দাবিতে আগামীকাল রবিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।