শ্রীহট্ট সৎসঙ্গ বিহার, করের পাড়া সিলেট-এ এলাকাবাসীর উদ্যোগে সিলেটের স্থানীয় সৎসঙ্গীবৃন্দের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত গত শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধের শ্রী অরবিন্দু দাশ।
শ্রী শ্রী ঠাকুরের সমবেত বিনতি প্রার্থনার মাধ্যমে সভার কাজ আরম্ভ হয়। সভায় মোহনা সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি শ্রী দেবজ্যোতি মজুমদার রতন সভার প্রেক্ষাপট উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন- বেনুমাধব চৌধুরী, গুরুপদ দেব মোহিত, ভূপেন্দ তালুকদার, পীযূশ দাস (যাজক), ধরণী তালুকদার, অরুনোদয় ধর, আশীষ দাস, সঞ্জয় আচার্য্য, রঞ্জু তালুকদার, অমরদাস দাস বকু, সুধাংশু দাস, ডা. মন্টু দাস, মীরা পাল, মনোজ দাশ চৌধুরী, ডা. সুদীপ চৌধুরী রনি, করের পাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রজত চক্রবর্তী, রিপন এস চৌধুরী, মৃনাল সেন, কনক জ্যোতি মজুমদার প্রমুখ।
সভায় শ্রীহট্ট সৎসঙ্গ বিহারের আয়-ব্যয় ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। দীর্ঘদিন ধরে একক পরিচালনায় সৎসঙ্গ বিহারের কার্যক্রমে স্থবিরতার সৃষ্টি হয়েছে বলে বক্তারা মন্তব্য করেন। এ অচলাবস্থা নিরসনে সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- আহবায়ক মনোজ দাশ চৌধুরী, যুগ্ম আহবায়ক গুরুপদ দেব মোহিত, সদস্য সচিব ডা. সুদীপ চৌধুরী (রনি) এসপিআর, অর্থ সচিব বিমান রায়, সদস্য সুকান্ত সরকার (যাজক), ডা. মন্টু দাস, অরুন উদয় ধর, সুজিত চক্রবর্তী, স্বরূপ রায়, অলক দত্ত, সঞ্জয় আচার্য্য, পান্না কর, পিযুশ দাস (যাজক), কুমারকৃষ্ণ দাস মিটু ও নন্দলাল ঘোষ।
সভায় বক্তারা বলেন, শ্রী হট্ট সৎসঙ্গঁ বিহারের পরিচালনার ব্যাপারে আহবায়ক কমিটিকে করের পাড় এলাকাবাসীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। বিগত ১৫ বছরের পরিচালনার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আশুতোষ দাস (এসপিআর) সভায় অনুপস্থিত থাকায় বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে আগামী সভায় উপস্থাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ব্যাপারে সভায় সিদ্ধান্ত গ্রহীত হয়।
শ্রীহট্ট সৎসঙ্গ বিহার, করের পাড়া সিলেটের সাধারণ সভায় আহবায়ক কমিটি গঠন
কমেন্ট