স্বেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর ২০২৪-২০২৬ সেশনের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, অধ্যক্ষ কবি কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. হাবিবুর রহমান, এমসি কলেজের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, দৈনিক পুণ্যভূমি পত্রিকার সম্পাদক সাংবাদিক আবু তালেব মুরাদ, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী, নলেজ হারবার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, ওসমানী জাদুঘরের এসিস্ট্যান্ট কিপার মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে নকশী বাংলা ফাউন্ডেশন এর নতুন কার্যকরী কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, মানবসেবা ও মানুষের কল্যাণে কাজ করাই স্বেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কাজে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নকশী বাংলা ফাউন্ডেশন অতীতের ন্যায় বর্তমানেও তাদের সামাজিক কর্মকান্ড আরো প্রসারিত করবে বলে আশাবাদী। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদেরকে অভিনন্দন জ্ঞাপন করে বক্তারা বলেন, নিজ নিজ দায়িত্ব যথারীতি পালন করতে হবে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থাটির সামাজিক কার্যক্রম প্রশংসনীয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. উসমান গণি। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জুবায়রুল হাসান, নকশী বাংলা ফাউন্ডেশন এর আজীবন সদস্য কবি নেছার আহমদ জামাল, পিসফুল টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, সংস্কৃতি সম্পাদক জান্নাতুল রেশমা, পাঠাগার সম্পাদক মো. একরাম হোসেন, কার্যকরী পরিষদের সদস্য সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, জাকির হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি
মানুষের কল্যাণে কাজ করাই সেচ্ছাসেবী সংস্থার মূল উদ্দেশ্য: কবি কালাম আজাদ
কমেন্ট