বৈষম্যহীন সমাজ বিনির্মানে ফটো  সাংবাদিকরা কাজ করছেন : কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পেশাদারিত্বের সাথে বৈষম্যহীন সমাজ বিনির্মানে ফটো সাংবাদিকরা কাজ করছেন। ফটো সাংবাদিকরা ঝুঁকি নিয়ে ছবি তুলে থাকেন। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ছবি তুলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিচ্ছেন ফটো সাংবাদিকরা। আনোয়ার ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আনোয়ার মিয়া প্রবাসে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি দেশের যেকোন দূর্যোগসহ সারা বছর জুড়ে মাবনকল্যাণে কাজ করছেন।  

তিনি বলেন, ফটো সাংবাদিক শহীদ এটিএম তুরাব ছবি তুলতে গিয়ে নিহত হয়েছে। তার আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছর পর দেশ ও জাতি ফ্যাসিস মুক্ত হয়েছে। একজন ফটো সাংবাদিকের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। ১৯ জুলাই এটিএম তুরাব শহীদ হওয়ার পর ৫ আগস্ট দেশ স্বাধীনতা লাভ করে। সিলেটসহ সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাংবাদিকসহ ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটিকে আনোয়ার ফাউন্ডেশন ইউকে চেয়ারম্যান আনোয়ার মিয়ার পক্ষ থেকে এসোসিয়েশনের ড. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে সাউন্ড সিস্টেম প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা। এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি মো. লিমন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহ-সভাপতি মো. দুলাল হোসেন, নাজমুল কবির পাবেল, সাবেক সাধারণ সম্পাদক এইচ আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য আজমল হোসেন, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, রাধে মল্লিক তপন, টিটু তালুকদার, জাবেদ এমরান।
এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ আনোয়ার ফাউন্ডেশনের ইউকের চেয়ারম্যান আনোয়ার মিয়া ও বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদকে বিভিন্ন সময় সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।-বিজ্ঞপ্তি
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *