হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ‘হিজড়া যুব কল্যাণ সংস্থার’ উদ্যোগে স্টেক হোল্ডারদের সাথে  আলোচনা সভা অনুষ্ঠিত

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ‘হিজড়া যুব কল্যাণ সংস্থার’ উদ্যোগে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) নগরীর মিরাবাজারস্থ একটি হোটেলের কনফারেন্স রুমে ‘এসসিজি’ প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় সিলেটের উপপরিচালক আব্দুর রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের কর্মকর্তারা।
উক্ত সভায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের করনীয় ও সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সভায় হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তা হিজড়া, প্রকল্প সমন্বয়কারী সাখাওয়াৎ হোসেনসহ অন্যান্য টিম মেম্বার, সিলেটের সরকারি-বেসরকরি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কমকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *