দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) বাদ আছর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের কার্যালয়ে প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে এতে সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের আশু সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন যমুনা অয়েল কোম্পানী মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আহমদ তালকদার, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক জাবেদ আমিন সেলিম, সদস্য কবির আহমদ প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর গত শুক্রবার (১৫ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাঁকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।