শোষণ-বৈষম্যহীন সমাজ নির্মাণের সংগ্রামে এগিয়ে আসুন: বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক মতবিনিময় সভা বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি শহীদ আহমদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ইউসুফ আলী, রায়হান নুর,সামছুল আলম প্রমূখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দরিদ্র-বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষের লড়াই দীর্ঘদিনের।এক শাসকের পরিবর্তে আরেক শাসক এসেছে কিন্তু দুঃখ ও বৈষম্যের অবসান হয় নাই। বক্তারা ৭১এর মুক্তিযুদ্ধ,৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২৪এর বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা কে ধারণ করে শোষণ-বৈষমহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা বলেন, বিগত ১৫ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

বক্তারা নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও হয়রানির বন্ধের আহ্বান জানান।

বক্তারা আগামী ২৪ নভেম্বর বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *