সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যয্যমূল্যে পণ্য বিক্রি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:সিন্ডিকেট মুর্দাবাদ, কৃষক জনতা জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আয়োজনে ন্যয্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮ থেকে সিরাজদিখান ভূমি অফিস সংলগ্ন রাস্থার পাশে ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের সামনে ন্যয্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম প্রতিদিন চলবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে তা ভাঙতেই এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধির মধ্যে জাকারিয়া আহমেদ সাদ, রাতুল হাসান শান্ত, সৌরভ মাঝি, ইয়ামিন শেখ, জুয়েল শেখ, সিজান খান প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *