সিলেট ভাতালিয়া এলাকা থেকে এক বৃদ্ধ নিখোঁজ

সিলেট নগরীর ভাতালিয়া এলাকা থেকে অদির দেবনাথ (৮০) নামের একজন বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত সোমবার (৪ অক্টোবর) সকালে মন্দিরে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি কানে কম শোনেন এবং চোখে কম দেখেন।
এ বিষয়ে অদির দেবনাথের মেয়ে চম্পা রানী নাথ সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-  ৩৫৮, তারিখ ০৫-১১-২০২৫।
নিখোঁজের মেয়ে চম্পা রানী নাথ জানান, অদির দেবনাথ কাজলশাহস্থ ইস্কন মন্দিরে যাওয়ার কথা বলে গত সোমবার সকাল ১১টার দিকে ভাতালিয়াস্থ বাসা থেকে বের হন। সারাদিন যাওয়ার পরও তিনি বাসায় না ফিরলে ইস্কন মন্দির, আশপাশের এলাকা ও আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ নেয়া হয়। পরে রাত ১১ টার দিকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারেন অদির দেবনাথ ‘মিয়া ফাজিল চিশত’ এলাকায় অ্যাক্সিডেন্ট করেছেন। এরপর সকল হাসপাতালে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায় নি।
চম্পা রানী নাথ আরো জানান, অদির দেবনাথ শারীরিকভাবে অসুস্থ এবং কানে কম শোনেন ও চোখে কম দেখেন। তিনি সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাঁর গায়ের রং শ্যামলা ও উচ্চতা আনুমানিক ৫ ফুট। নিখোঁজের সময় তার পরনে গোলাপী কালারের ফতুয়া ও কালো প্যান্ট ছিল।
কোন হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে ০১৬১৬-১০১৫৪০, ০১৭০৫-০৭৯৭৬১ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *