গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি শনিবার

‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ৯ই নভেম্বর (শনিবার) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি’র আয়োজন করা হয়েছে।

সিলেট রেজিস্টারি মাঠে (পূর্ত ভবন) র‌্যালির উদ্বোধন করবেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (সিলেট) ও জেলা শাখার প্রাক্তন সভাপতি প্রকৌশলী মোঃ নজরুল হোসেন। পরে একই স্থানে প্রকৌশলী সমাবেশে অনুষ্ঠিত হবে।

উক্ত র‌্যালি ও প্রকৌশলী সমাবেশে আইডিইবি সিলেট জেলা শাখার সকল সদস্য প্রকৌশলী ও সরকারী-বেসরকারী পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *