বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, শিক্ষকরা হচ্ছেন আমাদের সমাজের জাতীয় সম্পদ। আর এই জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব রাষ্টের। বিগত আওয়ামী ফ্যসিষ্ট সরকার তাদের ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে বীর সন্তানরা জীবন দিয়ে ফ্যসিষ্ট আওয়ামী সরকারকে বিতারিত করছে। তাই দেশের মেধাবী শিক্ষার্থীদের আকাঙ্খা পূরনে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। দেশের দীর্ঘস্থায়ী টেকসই উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার বিকল্প নাই। তাই মানুষ গড়ার কারিগর শিক্ষদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় অগ্রধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেশ থেকে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিতারিত হওয়ায় এখন সুযোগ এসেছে শিক্ষা ব্যবস্থাকে পুনরায় ঢেলে সাজানো। বর্তমান অর্ন্তবর্তীকালিন সরকারকে জাতীয়তাবাদী দল বিএনপি শিক্ষার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে। আগামিতে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের সকল যৌক্তিক দাবীগুলো মেনে শিক্ষার্থীদের মেধার ভিত্তি টেকসই করার লক্ষে প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সর্বচ্চো মূল্য্য়ান করবে।
গতকাল (২৬ অক্টোবর শনিবার) বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সিলেট নগরীর সারদা হলে আয়োজিত সিলেট বিভাগীয় শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতি সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সেলিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুফাজ্জল আলী, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য লিটন আহমদ, সিলেট বিভাগী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সিলেট জেলা সভাপতি বুরহান উদ্দিন, মৌ.বাজার সভাপতি নিলপম সরকার, সাধারন সম্পাদক মুদরিস আলী, হবিগঞ্জ সাধারণ সম্পাদক বাছির উদ্দিন, সিলেট জেলা সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হারুনুর রশিদ, জহির উদ্দিন, জাবেদুর রহমান, সুলতান মাহমুদ, অঅজির উদ্দিন, ফখরুল ইসলাম শাকিল, রহিমা বেগম, সাংবাদিক শামসুদ্দিন, তুরাশি^ আলী, বিধায়ক চন্দ্র, আয়েশা বেগম, সাদ্দাম হোসেন, আব্দুল মন্নান, আবতাব উদ্দিন, কামরুল ইসলাম, তানিয়া আক্তার, মহসিন উদ্দিন, মাখন চন্দ্র, শাহানারা বেগম, লিপি আক্তার, নুর জাহান বেগম, জাকিয়া বেগম প্রমুখ। বজ্ঞিপ্তি।
শিক্ষার উন্নয়নে শিক্ষকদের মূল্যায়ন করতে হবে: ড. এনামুল হক চৌধুরী
কমেন্ট